ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানালেন প্রধান বিচারপতি

সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানালেন প্রধান বিচারপতি

সংবাদ তৈরির ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, আইন, বিচার ও সংবিধান নিয়ে সংবাদ তৈরি করা অত্যন্ত জটিল ও সংবেদনশীল কাজ। এজন্য সংবাদকর্মীদের তথ্য যাচাই ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) প্রথম সুভেনির ‘জাগরণ’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে প্রধান বিচারপতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোড়ক উন্মোচনের পর প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে সংবাদমাধ্যমে বিচার বিভাগ সংক্রান্ত যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে, সেখানে বস্তুনিষ্ঠতার কোনো বড় ধরনের বিচ্যুতি তিনি লক্ষ্য করেননি। তবে বস্তুনিষ্ঠতা ধরে রাখার পাশাপাশি আরও যত্নশীল ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে কর্মরত সংবাদকর্মীদের প্রশংসা করে বলেন, তিনি প্রায় প্রতিদিনই দেখেন রিপোর্টার্স ফোরামের সদস্যরা আদালতের কার্যক্রম সরাসরি অনুসরণ করছেন এবং দ্রুততার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা স্বাধীন বিচার বিভাগের সহযোগী হিসেবে কাজ করবেন এবং বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন এসআরএফের সভাপতি মাসউদুর রহমান। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতি ইতোমধ্যেই বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ নিয়েছেন, যার বেশিরভাগ বাস্তবায়িত হয়েছে। তবে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না হলে এই উদ্যোগগুলো পূর্ণতা পাবে না। তিনি বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয়ের দাবি জানান এবং আশা প্রকাশ করেন, এতে বিচার বিভাগ আরও কার্যকর ও জনগণের আস্থা অর্জনে সফল হবে।

অনুষ্ঠানের শুরুতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির সদস্যরা প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম প্রধান বিচারপতির সঙ্গে ফোরামের সব সদস্যদের পরিচয় করিয়ে দেন।

প্রধান বিচারপতি,বস্তুনিষ্ঠতা বজায়,সংবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত