
মালয়েশিয়ায় দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।
শনিবার (২ জুলাই) দেশটির স্থানীয় গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে ইস্ট কোস্ট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কুয়ানতান পুলিশের ভারপ্রাপ্ত প্রধান আদলি মত দাউদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নিহতরা হলেন—চালক সাব্বের হাসান (৩০), এবং যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, তারা একটি মাল্টি-পারপাস ভেহিকেলে করে কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাঁ পাশে স্লিপ করে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি—হাবিব বিসাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। তাদেরকে স্থানীয় তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদলি মত দাউদ জানান, প্রাথমিক তদন্তে চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। এছাড়া গাড়িটির রোড ট্যাক্সও চলতি বছরের মে মাসে শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার ঘটনায় মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭–এর ৪১(১) ধারায় মামলা নেওয়া হয়েছে, যা বেপরোয়া বা ঝুঁকিপূর্ণ চালনার মাধ্যমে মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট।