ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয় : শ্রম উপদেষ্টা

কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয় : শ্রম উপদেষ্টা

কিছু কিছু লোক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে। শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সে কারণে কিছু কারখানা বন্ধ। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না।

শনিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, কারখানা ভালোভাবে চলার কারণে ৭ থেকে ৮ শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে আছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন। ভালো ব্যবসা করছেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমখাতের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করছে সরকার। কলকারখানাগুলো শুধু ঢাকা ও গাজীপুর কেন্দ্রিক না রেখে রাজশাহী-রংপুর অঞ্চলেও সম্প্রসারণ করতে হবে।

শ্রমিকদের উন্নয়নে মালিকপক্ষসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শ্রম উপদেষ্টা,কারখানা,সরকার,এম সাখাওয়াত হোসেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত