ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পদ্মা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ২

পদ্মা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণপাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরিয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচর হাওইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মোহাম্মদ আলী অন্তু (২৬) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

ওসি জহিরুল ইসলাম জানান, নিহত দুইজন মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। টোলপ্লাজা অতিক্রম করার পর পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে দুই আরোহী ছিটকে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই বাসটি চালকসহ পালিয়ে যায়, যার পরিচয় এখনও পাওয়া যায়নি।

আবা/এসআর/২৫

পদ্মা সেতু,ধাক্কা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত