ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করলো সরকার

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করলো সরকার

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করা হবে। এ উপলক্ষে সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার।

রোববার (৩ আগস্ট) জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে ট্রেনের জন্য চিঠি দিলে মন্ত্রণালয় তা রেলপথ মন্ত্রণালয়ে পাঠায়। রেল কর্তৃপক্ষ সেদিনই ট্রেনের ব্যবস্থা নেয়।

জানা গেছে, আট জোড়া ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনেই তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থান অধিদফতরের চিঠির পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। দিনে দিনেই রেলপথ মন্ত্রণালয় আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেনে ৮৯২ আসন, ভাড়া ৭ লাখ টাকা; জয়দেবপুর থেকে ৮ কোচে ৭৩৬ আসন, ভাড়া ৭২,৫০০ টাকা; নারায়ণগঞ্জ থেকে ১০ কোচে ৫১০ আসন, ভাড়া ৫৬,৫০০ টাকা; নরসিংদী থেকে ১২ কোচে ৬৫২ আসন, ভাড়া ৯৫,০০০ টাকা; সিলেট থেকে ১১ কোচে ৫৪৮ আসন, ভাড়া ৩.২৩ লাখ টাকা; রাজশাহী থেকে ৭ কোচে ৫৪৮ আসন, ভাড়া ৪.৮৫ লাখ টাকা; রংপুর থেকে ১৪ কোচে ৬৩৮ আসন, ভাড়া ১০.৫ লাখ টাকা; ভাঙা থেকে ৭ কোচে ৬৭৬ আসন, ভাড়া ২.৬১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

দূরবর্তী ট্রেনগুলো ভোর বা রাতের দিকে ছাড়বে, কাছাকাছি জেলার ট্রেনগুলো দুপুরের আগে ঢাকায় পৌঁছাবে। সব ট্রেন দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফিরে যাবে।

আবা/এসআর/২৫

ট্রেন,ভাড়া,ছাত্র-জনতা,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত