ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : শ্রম উপদেষ্টা

শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণ করা হবে : শ্রম উপদেষ্টা

শ্রমিকদের চিকিৎসার জন্যে কেন্দ্রীয়ভাবে একটি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঐ হাসপাতালে শ্রমিকরা সব ধরণের চিকিৎসা সেবা পাবেন।

রোববার (৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন অনুমোদিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। অনুষ্ঠানে ২২ জন শ্রমিকের মাঝে ১২ লক্ষ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

শ্রম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আমরা আইএলও’র ১১টি কনভেনশনের মধ্যে ৮টিতে স্বাক্ষর করেছি। কর্মক্ষেত্রে নারী, লিঙ্গ বৈষম্য এবং হয়রানী বন্ধে আমরা কাজ করছি।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা বাংলাদেশের শ্রম আইনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। শ্রমিকদের ন্যায্যতা প্রাপ্তিতে আমরা কাজ করছি। তবে কর্মক্ষেত্রে মালিক এবং শ্রমিকদের সম্পর্ক হওয়া উচিৎ পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধাবোধের। কর্ম পরিবেশ বিনষ্টকারী কোন কর্মকান্ড করা উচিৎ নয়।

শ্রম উপদেষ্টা,এম সাখাওয়াত হোসেন,শ্রমিক,হাসপাতাল,নির্মাণ,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত