
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের দিন হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই ঐতিহাসিক দিনে স্বৈরাচার ও বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধ চূড়ান্ত সফলতা পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। এই চেতনা বাস্তবায়ন করেই আমরা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।’
তিনি শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ নতুন পথে এগোচ্ছে। পাশাপাশি আহত ও পঙ্গু বীর যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।’
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে চলমান রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া একটি ন্যায্য ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত করবে।
সবশেষে তিনি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর সব কর্মসূচির সফলতা কামনা করেন।