ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১০

মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭)।

জানা গেছে, ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে ‘ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ’ উদ্‌যাপন করার জন্য প্রতীকী ‘হেলিকপ্টার’ ওড়ায় ছাত্র-জনতা। একটি গ্যাস বেলুন অনুষ্ঠানস্থলের ওপরে থাকা তারের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশ কয়েকজন দগ্ধ হন। পরে একটি ড্রোনের বাতাসের মাধ্যমে আগুন নেভানো হয়। আগুন নেভানোর পর ২টা ২৫ মিনিটে শত শত বেলুন ওড়ানোর মাধ্যমে ‘ফ্যাসিবাদের পলায়নের ক্ষণ’ উদ্‌যাপন করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিক মিয়া এভিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে এখন পর্যন্ত আমাদের এখানে ১০ জন এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বেলুন বিস্ফোরণ,মানিক মিয়া অ্যাভিনিউ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত