অনলাইন সংস্করণ
২০:৩২, ০৫ আগস্ট, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন।
ঘোষণায় জানানো হয়, গণঅভ্যুত্থানে বিজয়ী জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে ‘জুলাই ঘোষণাপত্র’ নির্বাচনের পর গঠিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তপশিলে অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ঘোষণাপত্রে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, দমন-পীড়ন, বৈষম্য, দুর্নীতি, একদলীয় শাসন ও ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের বিস্তারিত পর্যালোচনা তুলে ধরে নতুন সংবিধানে মৌলিক গণতান্ত্রিক রূপান্তরের অঙ্গীকার করা হয়েছে। এতে বিগত ১৬ বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির কঠোর বিচারের প্রত্যয়ও প্রকাশ করা হয়।
ঘোষণাপত্রে জানানো হয়, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪–কে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এবং এই আন্দোলনের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবার ও আহতদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।
ঘোষণায় আরও উল্লেখ করা হয়, একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ুসহিষ্ণু উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।