অনলাইন সংস্করণ
২১:২৭, ০৫ আগস্ট, ২০২৫
সম্প্রতি কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে নানা গুঞ্জনের মধ্যে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, তিনি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে।
মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটনের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজার সফর নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়। সেই আলোচনা আরও তীব্র হয় কক্সবাজারের একটি হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের ‘গোপন বৈঠকের’ খবরে।
তবে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারী এ ধরনের খবরকে পুরোপুরি “গুজব” ও “মিথ্যা তথ্য” বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এমন কোনো কিছুই হয়নি। আমরা শুধু ঘুরতে কক্সবাজারে গিয়েছি।
এ বিষয়ে কক্সবাজারের হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনো বিদেশি অতিথিও নেই। কাজেই বৈঠকের প্রশ্নই ওঠে না।’
উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত।