ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগামী ৫ বছরে ১ লাখ তরুণ জাপানে পাঠানোর উদ্যোগ: প্রধান উপদেষ্টা

আগামী ৫ বছরে ১ লাখ তরুণ জাপানে পাঠানোর উদ্যোগ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী পাঁচ বছরে জাপানে কমপক্ষে ১ লাখ বাংলাদেশি তরুণকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাপানে তরুণদের পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। একইসঙ্গে ইতালি, দক্ষিণ কোরিয়া, সার্বিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রবাসীদের ভিসা ও অবস্থান সংক্রান্ত উদ্যোগ

ভাষণে ড. ইউনূস জানান, “বাংলাদেশি প্রবাসীদের জন্য ভিসা সংক্রান্ত নানা জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করছি। এরই মধ্যে আরব আমিরাত পুনরায় ভিসা চালু করেছে, এবং মালয়েশিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয়েছে।”

তিনি আরও বলেন, “সৌদি আরব, জর্ডান, ওমানসহ কয়েকটি দেশে যেসব বাংলাদেশি ই-রেগুলার হয়ে পড়েছেন, তাদের রেগুলারাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

হজ ব্যবস্থাপনায় সফলতা দাবি

এ বছর হজ ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, “২০২৫ সালে প্রায় ৮৭ হাজার বাংলাদেশি সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করেছেন। অন্যান্য বছরের তুলনায় এবার হজ ব্যয়ও কম ছিল।”

তিনি বলেন, ‘হজ ব্যবস্থাপনায় সহায়তার জন্য ‘লাব্বাইক’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে হজযাত্রীদের পরিবার ঘরে বসেই তাদের অবস্থান জানতে পেরেছেন।’

শেষে তিনি উল্লেখ করেন, ‘আগামী বছরের হজ আরও সুন্দরভাবে সম্পন্ন করতে হজ মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।’

প্রধান উপদেষ্টা,জাপান,১ লাখ তরুণ,৫ বছরে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত