অনলাইন সংস্করণ
২১:৫৭, ০৫ আগস্ট, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, গুরুতর আহত ৭৮ জন জুলাইযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় পাঠানো হয়েছে। এর জন্য সরকারের ব্যয় হয়েছে প্রায় একশ কোটি টাকা।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সব মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে নানান প্রকল্প নেওয়া হয়েছে। কেউ অবহেলিত থাকবেন না।’
শহীদ পরিবার ও আহতদের সহায়তা
তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৭৭৫ জনের পরিবারকে ইতোমধ্যে প্রায় ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র এবং মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে। যেসব পরিবার এখনো সহায়তা পাননি, তাদের জন্য আইনি প্রক্রিয়া শেষ হলেই সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া আহত ১৩ হাজার ৮০০ জন জুলাইযোদ্ধাকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে নগদ অর্থ ও চেক আকারে মোট ১৫৩ কোটি ৪ লাখ টাকা প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
‘স্বৈরাচারী নামফলক’ বদলের উদ্যোগ
ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শহর-বন্দরজুড়ে অসংখ্য প্রতিষ্ঠান, সড়ক, সেতু, সেনানিবাস, যুদ্ধজাহাজ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম স্বৈরাচার ও তার পরিবারের নামে বদলে দেওয়া হয়েছিল। আমরা ইতোমধ্যে সেইসব নাম পরিবর্তন করে আগের বা উপযুক্ত নাম ফিরিয়ে দিয়েছি।’