ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগামীকাল থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু: প্রধান উপদেষ্টা

আগামীকাল থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে আগামীকাল (৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা দেওয়া হবে।”

তিনি বলেন, “এবারের নির্বাচন যেন আনন্দ-উৎসব, শান্তিশৃঙ্খলা, সর্বোচ্চ ভোটার উপস্থিতি এবং আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যে আগামীকাল থেকেই মানসিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করা হবে।”

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ড. ইউনূস আরও জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের।

তিনি বলেন, ‘আগামী রমজানের আগেই যেন নির্বাচন সম্পন্ন হয়, সে লক্ষ্যেই প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের সব নাগরিক যেন দীর্ঘ সময় পর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হয়।

প্রধান উপদেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত