ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঘোষণাপত্রে সবার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে : আসিফ নজরুল

ঘোষণাপত্রে সবার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে : আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্রে সবার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। সবকিছুই আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।

প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ শেষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে রিক্রিয়েট করা, সেলিব্রেট করা, জুলাই ঐক্যকে তুলে ধরা খুব প্রয়োজন ছিল। রাষ্ট্র ভবিষ্যতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায়, তরুণ সমাজের আকাঙ্ক্ষা কী, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী–সবকিছুই আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিল, সেসব রাজনৈতিক দল আলোচনায় এসেছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা বিশ্বাস করি সবার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা এবং শহিদদের জাতীয় বীরের খেতাব দেওয়া হয়েছে।

আবা/এসআর/২৫

ঘোষণাপত্র,প্রত্যাশা,প্রতিফলিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত