ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া।

বুধবার (৬ আগস্ট) ঢাকা সেনানিবাসে সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে বাহিনীর ভূমিকা তুলে ধরেন।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছে। এ বিষয়ে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে উভয় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এই প্রবাসী কর্মীদের অবদান গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

এ সময় দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময়, এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

এই সাক্ষাৎ প্রসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

সৌজন্য সাক্ষাৎ,সেনাপ্রধান,সৌদি রাষ্ট্রদূত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত