ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রোজার আগে নির্বাচন চায় সরকার, আনুষ্ঠানিক চিঠি পেল ইসি

রোজার আগে নির্বাচন চায় সরকার, আনুষ্ঠানিক চিঠি পেল ইসি

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজার আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই চিঠি পাঠানো হয় বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ চিঠির মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের আহ্বান জানানো হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'-এ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন এবং নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথাও উল্লেখ করেন। তারই ধারাবাহিকতায় এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে প্রধান উপদেষ্টার ভাষণের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দীর্ঘ ১৫ বছর পর যেন দেশের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান এবং এটি যেন একটি মহা-আনন্দের জাতীয় উৎসবে পরিণত হয়, সে লক্ষ্যে অবিলম্বে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যথাযথ প্রযুক্তির ব্যবহার এবং নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বারোপ করা হয়।

চিঠির শেষাংশে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে অনুরোধ জানানো হচ্ছে।

ইসি,আনুষ্ঠানিক চিঠি,রোজার আগে নির্বাচন,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত