অনলাইন সংস্করণ
২৩:৩৭, ০৬ আগস্ট, ২০২৫
উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এলো বিমান বাংলাদেশের ব্যাংককগামী একটি ফ্লাইট। কারিগরি ত্রুটির কারণে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, ১৪৬ যাত্রী নিয়ে বিজি-৩৮৮ ফ্লাইটটি বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
বিমানের এক সিনিয়র ক্যাপ্টেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি মিয়ানমারের আকাশসীমা থেকে ঢাকায় ফিরে আসে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের যাত্রী ধারণক্ষমতা ১৭০ জনের।
বিমানের পাইলট নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উড্ডয়নের পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন লক্ষ্য করেন।’
উড়োজাহাজটি তখন মিয়ানমারের আকাশে ছিল। নিরাপত্তার কারণে, পাইলট ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং দুপুর ১টা ২১ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
আবা/এসআর/২৫