অনলাইন সংস্করণ
২০:৫৬, ০৭ আগস্ট, ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ লক্ষ্যে ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নির্বাচন পূর্ব প্রস্তুতি নিয়ে কমিশনের কৌশল নির্ধারণ, এআই ও প্রযুক্তির সম্ভাব্য প্রভাব, এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা বিষয়েও তিনি কথা বলেন।
সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
প্রযুক্তি ব্যবহারে কড়াকড়ি
ভুল তথ্য ও বিদ্বেষ ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধিতে এর বিরুদ্ধে সুনির্দিষ্ট বিধান যুক্ত করা হয়েছে। প্রার্থী ও রাজনৈতিক দলের পাশাপাশি অন্যান্য পক্ষের কার্যক্রম নিয়ন্ত্রণে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
তিনি জানান, নির্বাচনকালে কোনো প্রার্থী বা এজেন্ট ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করতে পারবে না। তবে প্রয়োজনে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে ড্রোন ব্যবহার করতে পারে।
সিসিটিভি ব্যবহারে সিদ্ধান্ত আসেনি
ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান কমিশনার। তার মতে, ৪৫ হাজার ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন অত্যন্ত ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। তবে বিদ্যমান ক্যামেরা ব্যবহার বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়ার বিষয়ে একটি কমিটি কাজ করছে।
নতুন ভোটার অন্তর্ভুক্তির সময়সীমা অক্টোবর পর্যন্ত
নতুন ভোটার অন্তর্ভুক্তির বিষয়েও নির্বাচন কমিশনার বলেন, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। ফলে প্রায় ১৮ থেকে ২০ লাখ নতুন ভোটার এবার তালিকায় যুক্ত হতে পারে।
আসন্ন নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের এমন প্রস্তুতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।