অনলাইন সংস্করণ
১৭:০৩, ০৯ আগস্ট, ২০২৫
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশা বাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে ১৪, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ ও রাজশাহী বিভাগে ৪১ জন রয়েছেন। অন্যদিকে এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০৬ জন ডেঙ্গুরোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৭৩৫ জন। ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৭৯৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে মোট ৯৮ জনের।
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫৭৫ জনের এবং রোগটিতে আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।