ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার ৭৮ পদক প্রত্যাহার

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার ৭৮ পদক প্রত্যাহার

আওয়ামী লীগ আমলে আলোচিত ও ক্ষমতাধর কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ ৪০ পুলিশ কর্মকর্তার ৭৮টি বিপিএম ও পিপিএম পদক বাতিল করেছে সরকার। এসব কর্মকর্তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদক প্রত্যাহারের প্রজ্ঞাপন গত ৭ আগস্ট জারি করা হলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় আজ রোববার (১০ আগস্ট)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতোমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরূপ ৪০ (চল্লিশ) জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

এতে আরও বলা হয়, পদক প্রত্যাহার করা পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো এবং ইতঃপূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

আবা/এসআর/২৫

পুলিশ,পদক,প্রত্যাহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত