ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি

সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী উপলক্ষে আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার বেশকিছু সড়ক বিকেল তিনটা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ১৬ আগস্ট (শনিবার) সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকার বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এড়িয়ে চলার অনুরোধ করা হলো।

শোভাযাত্রার রুটগুলো হলো-

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির⇔পলাশী বাজার ⇔জগন্নাথ হল⇔কেন্দ্রীয় শহীদ মিনার⇔দোয়েল চত্বর⇔হাইকোর্ট ⇔বঙ্গবাজার⇔ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন⇔গোলাপশাহ মাজার⇔গুলিস্থান মোড় ⇔নবাবপুর রোড⇔রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক। এসব রোড এড়িয়ে চলাচলের অনুরোধ করেছে ডিএমপি।

আবা/এসআর/২৫

সড়ক,ডিএমপি,এড়িয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত