ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাই আমাদের শেষ কথা। তার ঘোষিত মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কে কী বলল তা নিয়ে মাথাব্যথার কিছু নেই। জনগণই ক্ষমতার মূল উৎস।

তিনি বলেন, জনগণ একবার যদি চায় তারা নির্বাচনের দিকে যাবে, তাহলে তা আটকে রাখার কেউ নেই। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না।

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃকৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।

কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যতবড় চাঁদাবাজ-ই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে ছাড় দেয়া হবে না।

পলিথিন ব্যবহার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। এই পলিথিনের জন্য কিন্তু আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় পানি আটকে যায় পলিথিনের জন্য। সহজে নষ্টও হয় না। আমরা যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করি, কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করুন।

স্বরাষ্ট্র উপদেষ্টা,কৃষি উপদেষ্টা,জাহাঙ্গীর আলম চৌধুরী,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত