অনলাইন সংস্করণ
১৯:৪৮, ১৬ আগস্ট, ২০২৫
পদ্মা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় রোববার সকাল ৯টার মধ্যে সতর্কসীমায় পৌঁছাতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে আত্রাই নদীর পানি নওগাঁর আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে, তবে নওগাঁ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে এবং ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগের উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নদীগুলোর পানি আরও বাড়তে পারে।
পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা সতর্কসীমায় পৌঁছতে পারে। একই সঙ্গে যমুনা, কুশিয়ারা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতলও বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি সাময়িকভাবে স্থিতিশীল থাকলেও কিছু কিছু নদীতে সাময়িক হ্রাস বা বৃদ্ধি হতে পারে।
বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পরামর্শ, নদী সংলগ্ন এলাকায় অবস্থানরত মানুষকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে।