ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই হত্যাকাণ্ড মামলায় জামিনে মন্ত্রণালয়ের ভূমিকা নেই: আইন উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ড মামলায় জামিনে মন্ত্রণালয়ের ভূমিকা নেই: আইন উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পুলিশ সদস্য একজনকে হাইকোর্টের মাধ্যমে জামিন দেওয়া হয়েছে। এই জামিনের সঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, শহীদ পরিবারের করা মামলায় হাইকোর্ট এই পুলিশ সদস্যকে জামিন দিয়েছেন। শহীদ পরিবারের সদস্যরা এই জামিনের কারণে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন। তবে জামিনাদেশে মন্ত্রণালয় কোনোভাবে সংশ্লিষ্ট নয়।

আসিফ নজরুল বলেন, ‘হাইকোর্ট দেশের উচ্চ আদালত। এটি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। হাইকোর্ট বা উচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আপিল করা হয়েছে। আপিলের সিদ্ধান্ত আগামীকাল হতে পারে। যদি জামিন বাতিল হয়, পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করবে।’

জানা গেছে, জামিনের খবরের পরে সচিবালয় ও প্রেসক্লাব এলাকায় শহীদ পরিবারের সদস্য এবং আহতদের স্বজনরা বিক্ষোভ করেছেন। তারা এই ঘটনায় আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানান।

এই ঘটনার ফলে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মামলার বিবাদী পুলিশ সদস্যের জামিন এবং সরকারিভাবে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করা সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

আইন উপদেষ্টা,মন্ত্রণালয়ের ভূমিকা,জুলাই হত্যাকাণ্ড মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত