অনলাইন সংস্করণ
১৯:৩০, ২০ আগস্ট, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা ১০ সেপ্টেম্বর প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রকাশিত খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত, এবং আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর।
খসড়া তালিকার ভিত্তিতে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ২০ অক্টোবর প্রকাশ করা হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মাহবুব আলম স্বাক্ষরিত করেছেন।
আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের ২৫ দিন পূর্বে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার বিধান রয়েছে।
এর আগে ইসির পক্ষ থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রগুলো নজরদারিতে রাখতে কমিশনের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।