ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রজাতন্ত্রের কর্মচারীদের তথ্য অধিকার আইন জানা গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

প্রজাতন্ত্রের কর্মচারীদের তথ্য অধিকার আইন জানা গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য তথ্য অধিকার আইন জানা অত্যন্ত জরুরি, যা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে এবং জনগণের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করে।

তিনি বলেন, তথ্য অধিকার আইন সরকারি কর্মচারীদের দুর্নীতি ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, তথ্য অধিকার আইন, ২০০৯ এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ দুটি ভিন্ন আইন। তথ্য অধিকার আইন নাগরিকদের সরকারি তথ্য জানার অধিকার নিশ্চিত করে, আর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সরকারি তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপ করে।

আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ২০২৫-২৫ অর্থবছরে অনুমোদিত পরিকল্পনা অনুসারে ‘তথ্য অধিকার আইন এবং দি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ বিষয়ক’ প্রশিক্ষণে সিনিয়র সচিব একথা বলেন।

তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়ন, সরকারি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাহায্য করে, দুর্নীতি হ্রাস করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করে। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয়।

তিনি উল্লেখ করেন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট মুখস্থ করার বিষয় নয়; বরং নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তা ব্যবহার করতে হবে।

প্রশিক্ষণে মন্ত্রণালয়ের দশম গ্রেডের কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম।

সিনিয়র সচিব,তথ্য অধিকার আইন,প্রজাতন্ত্রের কর্মচারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত