অনলাইন সংস্করণ
২১:৪৩, ২০ আগস্ট, ২০২৫
এখন থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলেও প্রবাসীরা ভোটার হতে পারবেন। এ বিষয়ে জটিলতা দূর করে নির্বাচন কমিশন (ইসি) সংশোধিত নিয়ম চালু করেছে।
বুধবার ইসি সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করে এই সুযোগ নিশ্চিত করে।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এসওপিতে প্রবাসীদের জন্য নতুন নিয়মগুলি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসে বসবাসকারী তিনজন এনআইডিধারী বাংলাদেশির প্রত্যয়নপত্র সংগ্রহ করে ভোটার হওয়ার আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়ায় আবশ্যকীয় দলিলের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের কপি, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তিনজন এনআইডিধারীর প্রত্যয়নপত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি। প্রয়োজনে আবেদনকারীর প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশে সংশ্লিষ্ট নিবন্ধন অফিসে দলিল জমা দেওয়া যাবে।
ইসি বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার কার্যক্রম পরিচালনা করছে। এই দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডা। এসব দেশ থেকে ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।