ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিলেটে সাদাপাথর লুটপাটের তদন্ত প্রতিবেদন জমা

সিলেটে সাদাপাথর লুটপাটের তদন্ত প্রতিবেদন জমা

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে এই অপরাধের সঙ্গে জড়িতদের তালিকাও যুক্ত করা হয়েছে। সেই তালিকায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম রয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কাছে এই প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

কমিটির প্রধান জানান, প্রতিবেদনে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। সেটা জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন।

এদিকে বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী জানিয়েছেন, পাথর লুটের ঘটনায় প্রশাসনের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তদন্ত প্রতিবেদনে ১০টি সুপারিশ, বেশ কিছু পর্যবেক্ষণ এবং জড়িত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রতিবেদনের বিস্তারিত প্রকাশ করতে অপারগতা জানান কমিটির প্রধান পদ্মাসন সিংহ। জেলা প্রশাসকও জানান, প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

এদিকে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ। দুপুর ১২টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয় ছাড়েন। এরপর প্রতিবেদন জমা দেওয়া হয়। বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নেবেন।

আবা/এসআর/২৫

সিলেট,সাদাপাথর,তদন্ত প্রতিবেদন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত