ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এনবিআর বিলুপ্ত, পরিবর্তে রেভিনিউ পলিসি ও ম্যানেজমেন্ট ডিভিশন

এনবিআর বিলুপ্ত, পরিবর্তে রেভিনিউ পলিসি ও ম্যানেজমেন্ট ডিভিশন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ—‘রেভিনিউ পলিসি ডিভিশন’ এবং ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন’—গঠনের অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এই অধ্যাদেশ অনুমোদন হয়েছে বলে এনবিআরের একটি সূত্র নিশ্চিত করেছে।

অধ্যাদেশে আনা সংশোধনী অনুযায়ী, ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন’-এর প্রধান পদে এখন এনবিআরের বর্তমান কর্মকর্তাদের মধ্য থেকেই নিয়োগের সুযোগ থাকবে। একইভাবে ‘রেভিনিউ পলিসি ডিভিশন’-এ সরকার চাইলে এনবিআরের কর্মকর্তা অথবা অন্য যে কোনো যোগ্য সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিতে পারবে।

আগের অধ্যাদেশে বলা ছিল, রাজস্ব আহরণ সংক্রান্ত অভিজ্ঞ কর্মকর্তাদের অগ্রাধিকার দিয়ে ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান নিয়োগ করা হবে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, রাজস্ব আহরণে অভিজ্ঞ কোনো যোগ্য সরকারি কর্মকর্তাকে এই পদে নিয়োগ দেওয়া যাবে। এর ফলে কার্যত এনবিআরের কর্মকর্তাদের জন্যও এ পদে নিয়োগের পথ উন্মুক্ত হলো।

এছাড়া ‘রেভিনিউ পলিসি ডিভিশন’-এর প্রধান নিয়োগেও সংশোধনী আনা হয়েছে। আগে যেখানে ‘উপযুক্ত কোনো কর্মকর্তা’ নিয়োগের কথা বলা ছিল, সেখানে এখন স্পষ্ট করা হয়েছে—সামষ্টিক অর্থনীতি, বাণিজ্যনীতি, পরিকল্পনা, রাজস্বনীতি বা ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ কর্মকর্তাদের এ পদে নিয়োগ দেওয়া যাবে।

গত মে মাসে এনবিআর বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারি করার পর রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল। তাদের অভিযোগ ছিল, ওই অধ্যাদেশ এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নতুন বিভাগগুলোর শীর্ষ পদে বসতে পারেন, ফলে রাজস্ব কর্মকর্তাদের ক্যারিয়ার অগ্রগতি বাধাগ্রস্ত হতো। আন্দোলনের মুখে সরকার শেষ পর্যন্ত সংশোধনী এনে এনবিআর কর্মকর্তাদের জন্য সুযোগ তৈরি করল।

ম্যানেজমেন্ট ডিভিশন,রেভিনিউ পলিসি,এনবিআর বিলুপ্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত