ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস অভিযান অব্যহত, জরিমানা আদায়

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস অভিযান অব্যহত, জরিমানা আদায়

গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বুধবার (২০ আগস্ট) দিনভর পৃথক অভিযানে হাজারো বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট ও কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গাজীপুরের কালীগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় দুই হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়। এতে আনুমানিক আড়াই হাজার ডাবল চুলার সংযোগ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কালীগঞ্জ ডিআরএস থেকে রূপগঞ্জের বেলদী মোড় পর্যন্ত সাত কিলোমিটার বিতরণ লাইন কর্তন করে ক্যাপ করা হয়।

নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে অভিযানে ২.৩ কিলোমিটার বিতরণ লাইন উচ্ছেদ করে তিনটি রেস্টুরেন্ট ও ৫০০ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ৮২০ ফুট পাইপ জব্দ করা হয় এবং ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে অভিযানে মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি কয়েল কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই অভিযানে আরও কয়েকটি আবাসিক অবৈধ লাইন কেটে দেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়।

রূপগঞ্জে এক অভিযানে স্থানীয়দের হামলার শিকার হন তিতাস কর্মকর্তারা। তারা কর্মকর্তাদের শারীরিকভাবে হেনস্তা করে জোরপূর্বক বিচ্ছিন্ন সংযোগ আবার চালু করে দেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, সাভার, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেটবিহীন বিশেষ অভিযানে শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একাধিক কারখানা, হোটেল ও বেকারিতে অবৈধ সংযোগের ব্যবহার বন্ধ করা হয়। কেবল সাভার-আশুলিয়াতেই অন্তত ৭৫টি আবাসিক বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ঢাকার ডেমরা, মাতুয়াইল ও সিদ্ধিরগঞ্জ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে এসকে ওয়াশিং, এএস ওয়াশিং প্ল্যান্ট অ্যান্ড ডাইং এবং মমতাজ ওয়াশিং নামের শিল্প প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিপুল পরিমাণ পাইপ ও সরঞ্জাম জব্দসহ দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে এবং গ্যাস চুরি বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জরিমানা আদায়,তিতাস অভিযান অব্যহত,গ্যাস সংযোগ উচ্ছেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত