ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ভোটের রোডম্যাপ চূড়ান্তে বৈঠকে ইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ভোটের রোডম্যাপ চূড়ান্তে বৈঠকে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে চার নির্বাচন কমিশনার ও সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ বৈঠক শুরু হয়।

সূত্র জানিয়েছে, বৈঠকে রোডম্যাপের খসড়া চূড়ান্ত হওয়ার পর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন।

বৈঠক শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সম্ভাব্য তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরুর আগেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে সিইসি জানিয়েছিলেন, ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে কমিশন।

চলতি বছরের শুরুতে হালনাগাদ হওয়া ভোটার তালিকা অনুযায়ী, এবার ১২ কোটি ৩৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ থাকছে।

বৈঠকে ইসি,ভোটের রোডম্যাপ চূড়ান্ত,ত্রয়োদশ জাতীয় নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত