ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো আরও এক শিক্ষার্থী

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো আরও এক শিক্ষার্থী

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ১৫ বছর বয়সী শিক্ষার্থী তাসনিয়া। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ জনে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান, ২১ জুলাই মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ তাসনিয়াকে জাতীয় বার্নে ভর্তি করা হয়, তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ ছিল। আজ শনিবার সকাল ৮টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তিনি আরও জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে ২০ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, নিহত তাসনিয়ার বাবার নাম মো. নাজমুল। তাসনিয়া মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়।

মাইলস্টোন ট্র্যাজেডি,শিক্ষার্থী তাসনিয়া,মৃত্যু,জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট,মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত