
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বাদ মাগরিব রাজধানীর ফার্মগেটের মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়।
শনিবার দুপুর দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলমগীর মহিউদ্দিনের। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি গত ৩০ মে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অসুস্থ হওয়ার পর থেকে তিনি নির্বাক ও নিঃসাড় ছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল।
আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীন এবং বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আবা/এসআর/২৫