ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তিন রাজনৈতিক দলের সাথে ইসহাক দারের বৈঠক, সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

তিন রাজনৈতিক দলের সাথে ইসহাক দারের বৈঠক, সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

তিন দিনের বাংলাদেশ সফরের প্রথম দিন এসে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (২৩ আগস্ট) পাকিস্তান দূতাবাসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন ইসহাক দার। এসময় আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে সার্ক বিষয়ে আলোচনা হয়। পাকিস্তান পক্ষ বাংলাদেশের ঐতিহাসিক ভূমিকার প্রশংসাও করে।

পরে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় পাক উপ-প্রধানমন্ত্রী জামায়াত নেতাকর্মীদের দুর্দশা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন।

বিএনপি ও জামায়াতের আগে ইসহাক দার বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে।

এনসিপির সঙ্গে বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসহাক দার বৈঠকে সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের জন্য এনসিপি নেতৃত্বের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে। তিনি পাকিস্তান ও বাংলাদেশের যুবকদের মধ্যে বৃহত্তর যোগাযোগের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এ সময় এনসিপির সদস্যরা ২০২৪ সালে দেশব্যাপী রাজনৈতিক সংহতকরণের বিভিন্ন দিক নিয়ে ইসহাক দারকে অবহিত করেন। সামনের দিনগুলোতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সহযোগিতা এগিয়ে নেয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন তারা।

আবা/এসআর/২৫

বৈঠক,প্রতিশ্রুতি,সম্পর্ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত