অনলাইন সংস্করণ
১৯:৫৫, ২৫ আগস্ট, ২০২৫
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও একমত হয়নি বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার তিনি এ মন্তব্য করেন।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা ও নিপীড়নের কারণে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারসহ বিভিন্ন আশ্রয় শিবিরে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় একটি সমন্বিত ও কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের মধ্যে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান বের করা সম্ভব হবে।
বিশ্লেষকরা মনে করছেন, প্রতিবেশী বড় দেশগুলোর সহযোগিতা না থাকায় এবং সরকারের কূটনৈতিক পদক্ষেপ যথাযথ না হওয়ায় রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে। প্রথম দিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থা এবং দাতা দেশগুলো সহায়তা প্রদান করলেও ধীরে ধীরে তাদের মনোযোগ কমেছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি ও অন্যান্য খাতের ওপর চাপ পড়ছে।
এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান না হলে বাংলাদেশে আরও মানুষের আগমন এবং স্থানীয় জনগণের ওপর সামাজিক ও অর্থনৈতিক চাপ বাড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মন্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আরও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হলো।