অনলাইন সংস্করণ
১৮:৩২, ২৬ আগস্ট, ২০২৫
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের পরবর্তী শুনানি আগামী বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
এসময় আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে যেসব বিচারপতি রায় দিয়েছেন, তারা পরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। রিভিউ আবেদন করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও আরও একজন ব্যক্তি।
১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়।
এরপর ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশিত হয়।
এর আগে, ১৭ ডিসেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে।