অনলাইন সংস্করণ
১৪:৪৫, ২৮ আগস্ট, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলী প্রাধান্য পেয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণ করেন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে।
ইসি সচিব বলেন, আমরা আগামী নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা ২৪ ভাগে ভাগ করে প্রস্তুত করেছি। কর্মপরিকল্পনায় একটি কাজ আরেকটির সঙ্গে সম্পর্কিত। এর একটি হচ্ছে অংশীজনদের সঙ্গে সংলাপ। রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব, নারী নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে বলে জানান তিনি।
আখতার আহমেদ বলেন, এবার তিনটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের বয়স ১৮ বছর তাদের নিয়ে ভোটার তালিকা করবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দেব। আমাদেরকে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, আগামী রমজানের আগে ভোট করার জন্য। আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। আবার রমজান তো চাঁদ দেখার উপর নির্ভরশীল। এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন।
নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইসি জানিয়েছে, পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হতে পারে—এমন ভোটকেন্দ্র চিহ্নিত করতে আগাম প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে তফসিল ঘোষণার প্রায় দুই মাস আগে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রার শুরু ও শেষস্থলসহ প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া, তফসিল ঘোষণার ১০ দিন আগে ভোটগ্রহণ কর্মকর্তাদের যাতায়াতের জন্য নিকটবর্তী টেকঅফ ও ল্যান্ডিং স্টেশন নির্ধারণ করে, হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রস্তুত করতে হবে।