ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার লতিফ সিদ্দিকীসহ ১৬ জন

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার লতিফ সিদ্দিকীসহ ১৬ জন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তন থেকে সাবেক মন্ত্রী মোহাম্মদ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেফতারদের বক্তৃতা, লেখালেখি ও প্রকাশিত বই বিশ্লেষণ করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে।

মো. শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বক্তৃতা, বিবৃতি, বই, কলামের লেখা ইত্যাদি বিশ্লেষণ করে পুলিশ সন্ত্রাসবাদের আলামত পেয়েছে।

তিনি আরও বলেন, ‘লতিফ সাহেবের বক্তৃতা দেখলাম, যেই ব্যানারে আসছে সেই ব্যানারটা দেখলাম। এছাড়া, তাদের কলাম-বই এসব অ্যানালাইসিস করে দেখলাম একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে।

তিনি যোগ করেন, ‘তারা যে সমস্ত বক্তৃতা-বিবৃতি দিচ্ছে , তা রাষ্ট্রের অবস্থানের সাথে কন্ট্রাডিক্টরি (বিরোধী)।’

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

আবা/এসআর/২৫

সন্ত্রাসবিরোধী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত