অনলাইন সংস্করণ
১৭:২৭, ৩১ আগস্ট, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ফ্যাসিবাদের পক্ষের শক্তিদের শেল্টার দিতেই একটি পক্ষ গণ-অভ্যুত্থানের নেতাদের টার্গেট করছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে গিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘এটা কোনো রাজনৈতিক দলের সাধারণ কর্মীর ওপর হামলা নয়, বরং একটি দলের প্রধানের ওপর হামলা। আমরা আওয়ামী লীগের আমলেও এ ধরনের ঘটনা ঘটতে দেখিনি। দুঃখজনক হলেও এ ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকারের সময় ঘটেছে।’
উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদের পক্ষের শক্তিদের শেল্টার দিতেই একটি পক্ষ গণ-অভ্যুত্থানের নেতাদের টার্গেট করছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেওয়াসহ নানা কর্মকান্ডের মাধ্যমে জাতীয় পার্টি চিহ্নিত ফ্যাসিবাদী শক্তি। তাদের ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরুল হকের উপর এই ন্যাক্কারজনক হামলা।’
তিনি আরও বলেন, যেহেতু এখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছেন এ ঘটনা যেই করুন না কেনো টার দায় সরকারকেই নিতে হবে।
এই হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত এবং নুরুল হকের উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন আসিফ মাহমুদ।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর এবং রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।