ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাজের সুবিধার কথা বলে ২০১৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ নামে ভাগ করা হয়। সাতবছর আবার এক হলো এই দুই বিভাগ।

জানা গেছে, মন্ত্রণালয়ের দুই বিভাগ আলাদা হওয়ার পর সুযোগ-সুবিধা ও দায়িত্ব নিয়ে দুই বিভাগের কর্মীদের মধ্যে মতানৈক্য তৈরি হয়। এমন অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগের মতো একটি বিভাগে পরিণত করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

আবা/এসআর/২৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়,বিভাগ,এক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত