ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: সেনাসদর

মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: সেনাসদর

মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে সেনাবাহিনী। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছে সেনাসদর।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও আমরা আইএসপিআরের মাধ্যমে স্পষ্টভাবে বলেছি, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু স্বার্থান্বেষী মহল প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে খুব একটা সুবিধা করতে পারবে না। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা সবার মঙ্গল কামনা করি। এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্র চর্চা হোক আমরা এটাই চাই এবং নির্বাচনের চর্চা হোক এটাই চাই।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশন থেকে ফরলাম কোনো নির্দেশনা পাইনি। কিন্তু আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। আমাদেরকে নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে আমারা সে দায়িত্ব পালন করব।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। প্রায় ৮০ শতাংশ হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। অস্ত্র উদ্ধার হলে গ্রহণযোগ্য ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে সহযোগিতা করবে।

মবের বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, মবের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা বলেছি আমরা। যেখানে যখন মব হয়েছে সেখানে সেনাবাহিনী দ্রুততার সঙ্গে পোঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কয়েকটি জায়গা আমাদের যে বিলম্ব হয়েছে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে। যেকোনো ঘটনা ঘটার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়। তারপর আমাদের অনুরোধ জানালে এর মধ্যে কিন্তু কিছু কালক্ষেপণ হয়ে গেছে, তারপর আমাদের নিকটস্থ ক্যাম্প থেকে যদি পেট্রোল পাঠায় তখনো কিছু সময় লাগে। এই সময়ের মধ্যে আসলে যদি কোনো ঘটনা ঘটে যায় এটার দায় আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না। এমন একটি উদাহরণ দেখানো যাবে না যে আমাদেরকে অনুরোধ করেছে আমরা যাইনি বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী যায়নি এই রকম কোনো ঘটনা ঘটেনি। আমাদের ওপর আস্থা রাখেন আমরা চেষ্টা করছি সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ইনশাআল্লাহ আরও কমে আসবে।

মব,জিরো টলারেন্স,সেনাসদর,সেনাবাহিনী,ডাকসু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত