ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় ৬৫৭৬ কোটি টাকা

নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় ৬৫৭৬ কোটি টাকা

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মন্ত্রণালয়ে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা।

সোমবার বিকালে সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, অতীতের সরকার মন্ত্রণালয়কে ১৫ বছর ধরে পরিচালনা করলেও অগ্রগতি মাত্র ৯ শতাংশ ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কার্যক্রমে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে সাফল্য এসেছে প্রায় ৯০ শতাংশ।

তিনি আরও জানান, মন্ত্রণালয় অধীনে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে হাজারের অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নৌ পরিবহণ অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ হাজার নাবিকের সাইন অন সম্পন্ন হয়েছে। পাশাপাশি, অতীতের অনাবশ্যক প্রকল্প বাতিল করে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম এবং বিভিন্ন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

৬৫৭৬ কোটি টাকা,রাজস্ব আয়,নৌ মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত