অনলাইন সংস্করণ
১৭:৩৮, ১৬ নভেম্বর, ২০২৫
দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপ ২০২৫-এর আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি ট্রফি উন্মোচন করেন। আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে অধ্যাপক ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের তাৎপর্য তুলে ধরে বলেন, এই আয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণামূলক এবং বিশ্বমানের টুর্নামেন্ট হিসেবে অনুষ্ঠিত হবে।
তিনি প্রতিযোগিতায় অংশ নিতে আসা সব দলকে স্বাগত জানান এবং চ্যাম্পিয়নশিপ সফল করার জন্য কাজ করা আয়োজক, ক্রীড়াবিদ ও অংশীদারদের প্রশংসা করেন।
২০২৫ সালের মহিলা কাবাডি বিশ্বকাপ আট দিনের তীব্র প্রতিযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক ক্রীড়াসুলভতার মাধ্যমে বিশ্বসেরা দলগুলোকে একত্রিত করবে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজকরা জানিয়েছেন, প্রস্তুতিমূলক সব কাজ ইতোমধ্যে পুরোদমে চলছে। সরবরাহ, নিরাপত্তা, দলগুলোর থাকার ব্যবস্থা ও দর্শকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার।
অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, সরকার সক্রিয়ভাবে মহিলা ক্রীড়াবিদদের উৎসাহিত করছে এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় তাদের আরও বেশি অংশগ্রহণের সুযোগ বাড়াচ্ছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নারীরা আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে তাদের প্রতিভা প্রমাণ করছে এবং সরকার তাদের সর্বোচ্চ সাফল্য অর্জনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, নারী ক্রীড়াবিদদের সাফল্য জাতীয় গর্বের বিষয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণা।