
খুলনা মহানগরের লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাটের দরবেশ গলি এলাকায় শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাতে তাদের বসতঘরের পাশের মুরগির খোপ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সাহিদুন্নেছা (৫৫), তার নাতি মোস্তাকিম (৯) ও ফাতিহা আহম্মেদ (৮)।
স্থানীয়রা জানান, রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের হত্যা করে থাকতে পারে। তবে কারা, কীভাবে এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে - তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।
লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম জানান, রাতে লবণচরা এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও তাদের নানি রয়েছেন। শিশু দুটির বাবা-মা চাকরি করেন। সকালে তারা শিশু দুটিকে নানির কাছে রেখে কাজের উদ্দেশে বের হয়ে যান। সন্ধ্যায় তারা দুজন বাড়িতে ফিরে এসে দরজায় নক করলে তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানির মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর তারা ঘরের পাশে মুরগির ঘর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসি আরও বলেন, তাদের তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। আর মরদেহগুলো শক্ত হয়ে রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
আবা/এসআর/২৫