অনলাইন সংস্করণ
১৭:৫৪, ২১ নভেম্বর, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, রাজধানীতে গতকালের ভূমিকম্পে আহত ও নিহতের সংখ্যা বেশি হওয়ার মূল কারণ ছিল প্যানিক।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই প্যানিকের কারণে আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে ভূমিকম্পে আহত হয়ে দুইজন ছাত্র ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের আঘাত বেশি, আরেকজনের মোটামুটি। নরসিংদী থেকে আহত দুজন এসেছেন, একটি শিশু মারা গেছে। শিশুটির বাবা বর্তমানে আইসিইউতে আছেন।
মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন, এদের মধ্যে একজন শিক্ষার্থী। দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হলে দেখা গেছে, প্যানিকের কারণে অনেক আহত হয়েছেন।
উপদেষ্টা আরও বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২, তবে সেই তুলনায় আহতের সংখ্যা বেশি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যানিকের কারণে লাফ দিয়ে আঘাত পেয়েছেন। সবাই মিলে আহতদের জন্য চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সব সরকারি হাসপাতালে চিকিৎসায় কোনো ত্রুটি যেন না হয় তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৭ ছিল।