
ঢাকায় ভূমিকম্পে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সামাল দিতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকায় বসবাসরত বা ঢাকায় কাজে আসা এবং ভূমিকম্পের সময় দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা এই সরকারি সহায়তা পাবেন। তবে সহায়তা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকা বাধ্যতামূলক।
আহত ব্যক্তির ক্ষেত্রে, চিকিৎসকের সুপারিশক্রমে এই সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য ব্যক্তি নিজে অথবা তার পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮।
উল্লেখ্য, ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন চারজন। এছাড়া নরসিংদীতে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলেসহ পাঁচজন। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ। তারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আবা/এসআর/২৫