
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (২২ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে-গণভোট করা ইসির দায়িত্ব। এ ক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে।
এদিকে ইসি ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে আগামি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।