ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকাকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে খুলনা

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকাকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে খুলনা
প্রতীকী ছবি

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। তবে দিল্লির পরপরই যে বাংলাদেশের একটি শহর রয়েছে—অনেকে ধারণা করতে পারেন সেটি ঢাকা। কিন্তু না, বায়ুদূষণের মাত্রায় ঢাকাকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, বুধবার (২৬ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে দিল্লির একিউআই স্কোর ছিল ২৮৪ এবং খুলনার স্কোর ২৭৭—দুই শহরই ‘খুব অস্বাস্থ্যকর’ মানের মধ্যে পড়েছে। আর ২৩১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

একিউআই স্কোর অনুযায়ী ০ থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয় এবং সাধারণ মানুষকেও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা শহরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণ,নয়াদিল্লি,ঢাকা,খুলনা,দূষিত শহর,আইকিউএয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত