
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর দুদক কার্যালয়ের সামনে প্রথমে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খানিক বাদে পরপর আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির।
তিনি জানান, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি।
আবা/এসআর/২৫