
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে এই পদ্ধতিতে এবার ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে।
লটারি করে ওসি নির্বাচিত করার আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ভিত্তিতেই এই লটারি অনুষ্ঠিত হয়। পদায়নকৃতদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। এছাড়া এই তালিকায় মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।
পদায়নের মধ্যে— ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসি, খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪ থানার ওসি, ময়মনসিংহ রেঞ্জে ৪ জেলায় ৩৬ থানার ওসি, বরিশাল রেঞ্জে ৬ জেলায় ৪৬ থানার ওসি, সিলেট রেঞ্জে ৪ জেলায় ৩৯ থানার ওসি, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসি এবং রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানার ওসি পদায়ন করা হয়েছে।